রবিবার পর্যন্ত হজ ভিসা আবেদন করা যাবে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ভিসা জটিলতায় এখনও বহু হজযাত্রী ভিসা না পাওয়ায় রবিবার ২০ আগস্ট পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। রবিবার পর্যন্ত মুসল্লিরা সৌদি আরবের ভিসা আবেদন করতে পারবেন।

হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, যাদের এখনও ভিসা হয়নি তাদের শনিবারের মধ্যে ভিসা আবেদন করতে হবে। তবে যদি কোনো কারণে কারো আবেদন বাকি থাকে তাহলে রোববারও আবেদন গ্রহণ করা হবে এবং ওইদিনই শেষ।

হাব মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘হজ ভিসা আবেদনের সময় শনিবার পর্যন্ত বাড়ানো হয়েছে।’ ই-হজ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আইটি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশনের তথ্য অনুযায়ী, বেসরকারি ব্যবস্থাপনার ১ লাখ ২২ হাজার ৯৯৮ জন হজযাত্রীর মধ্যে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ভিসার জন্য আবেদন করেছেন এক লাখ ২০ হাজার ৫৪২ জন।

এর মধ্যে ভিসা সম্পন্ন হয়েছে এক লাখ ১৯ হাজার ৪১০টি। ভিসা প্রিন্ট হয়েছে এক লাখ ১৯ হাজার ৪১০টি। এর মধ্যে প্রতিস্থাপনযোগ্য হজযাত্রী রয়েছেন ৯ হাজার ৩৭২ জন। এ পর্যন্ত সৌদি আরবে গেছেন ৭৪ হাজার ১৫৯ জন হজযাত্রী।

 

পূর্ববর্তী নিবন্ধসানি লিওনকে একনজর দেখার জন্য জনসমুদ্র
পরবর্তী নিবন্ধবাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু