কাল থেকে সিলেটে ফের উঠবে নদীর বুকে চাঁদ। প্রকৃতির কোনও চাঁদ নয় বলছি, সাখাওয়াত হোসেন পরিচালিত ‘নদীর বুকে চাঁদ’ ছবিটির কথা।
ইতোমধ্যে ছবিটির গোটা ইউনিট সিলেটের পথে রয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সেখানে ক্যামেরা অন হবে। এ ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন সাইমন ও পরীমণি। ২০১৫ সালে ক্যামেরা অন হয় ছবিটির। এই সময়ের মধ্যে বেশ কয়েকটি লটের শ্যুটিং সম্পন্ন হয়েছে। আর কাল শুরু হতে যাচ্ছে শেষ লটের শ্যুটিং। সাইমন বলেন, মূলত শ্যুটিং সিডিউল না মেলার কারণে সিনেমাটির নির্মাণ দীর্ঘায়িত হয়েছে। বিশেষ করে পরী এবং আমার সিডিউল খুব টাইট ছিল। আগামী পাঁচ দিন সিলেটে শ্যুটিং সম্পন্ন করব। টুকটাক কিছু কাজ হয়তো ঢাকায় ফিরে ক্যামেরবন্দী হবে। এছাড়া পরী এবং আমার রসায়ন ইতোমধ্যে দর্শকদের কাছে একটা আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছে।
অন্যদিকে পরীমণি বলেন, দীর্ঘদিন পর আবার এ ছবির শ্যুটিং করছি। সিলেটের এই লোকেশনেই শুরু হয়েছিল ছবিটির শ্যুটিং। আর শেষও হচ্ছে এখানে। অর্থাৎ শুরু যেখানে, শেষ সেখানে। সাইমনের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছি তাই আমাদের বোঝাপড়াটা ভাল। -বাংলাদেশ প্রতিদিন