চালের আমদানি শুল্ক কমে ২% হচ্ছে : খাদ্যমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক :
থাইল্যান্ড থেকে বছরে ১০ লাখ টন চাল কিনতে চুক্তি এখন চাল আমদানিতে মরিয়া সরকার।

চাল আমদানির শুল্ক কমে ১০ শতাংশ হচ্ছে শুল্কের হার এখনকার ১০ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হচ্ছে জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, “আজ-কালের মধ্যে এ বিষয়ে আদেশ জারি হবে।”

বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, আরও বেশি চাল আমদানির লক্ষ্যেই সরকার আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

মজুদ তলানিতে নেমে আসায় চাল বাজারের অস্থিরতায় লাগাম দিতে গত ২০ জুন আমদানি শুল্ক ১০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত জানায় সরকার। পরে এ বিষয়ে আদেশ জারি করা হয়।

তার আগে বিদেশ থেকে চাল আনতে ২৫ শতাংশ আমদানি শুল্কের সঙ্গে ৩ শতাংশ রেগুলেটরি ডিউটি দিতে হত। জুনে আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশ করার পাশপাশি রেগুলেটরি ডিউটি পুরোপুরি তুলে নেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্ত ৩৩ লাখ মানুষ:গোলাম মোস্তফা
পরবর্তী নিবন্ধসেলাই কাটা হয়েছে তোফা ও তহুরার