পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে দু’দেশের মধ্যে শান্তি, সহিষ্ণুতা ও ভালোবাসার ডাক দিয়েছেন পাকিস্তানের ক্রিকেট আইকন শহীদ আফ্রিদি। সোশ্যাল মিডিয়ায় হৃদয়গ্রাহী বার্তায় এ আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তানের একদিন পরই ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপযাপন করছে ভারত। ১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকে দুই প্রতিবেশীর সহিংস সম্পর্ক। সীমানায় অস্থিতিশীল পরিস্থিতি এর প্রধান অন্তরায়।
সেই ধারা থেকে বেরিয়ে আসার ইচ্ছা ব্যক্ত করেছেন আফ্রিদি। এক বার্তায় তিনি লিখেছেন, এক পক্ষের তার ভৌগোলিক প্রতিবেশীকে বেছে নেয়ার সুযোগ নেই। কিন্তু আমরা শান্তি ও ভালোবাসা নিয়ে বেঁচে থাকার শিক্ষা নিতে পারি।
নিজের অফিসিয়াল টুইটার পেজে আফ্রিদি উল্লেখ করেন, ‘শুভ স্বাধীনতা দিবস ইন্ডিয়া! প্রতিবেশীদের পরিবর্তন করার কোনো সুযোগ নেই, শান্তি, সহিষ্ণুতা ও ভালোবাসার জন্য কাজ করতে হবে। মানবতার জয় হোক।’
আফ্রিদির সঙ্গে টিম ইন্ডিয়ার পারস্পরিক ও শ্রদ্ধাবোধ রয়েছে। বিশেষ করে কোহলির সঙ্গে। এবারই প্রথম নয় যে, তারা একে অপরের প্রতি সম্মান দেখিয়েছেন। সম্প্রতি আফ্রিদি ফাউন্ডেশনের জন্য কোহলি তার অটোগ্রাফ করা ব্যাট উপহার দিয়েছেন। এর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ভারতীয় টিমের সব খেলোয়াড় কোহলির জার্সিতে সই করে আফ্রিদির প্রতি সম্মান প্রদর্শন করেন। ওই জার্সিটিও নিজের ফাউন্ডেশনের জন্য নিলামে বিক্রি করেছেন সাবেক এই জনপ্রিয় অলরাউন্ডার। চ্যারিটি প্রতিষ্ঠানটি বর্তমানে পাকিস্তানে একটি হাসপাতাল নির্মাণের জন্য তহবিল সংগ্রহ করছে। ওয়েবসাইট।