নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি, পপুলার২৪নিউজ:
দুর্যোগ যেন মানুষের পিছু ছাড়ছে না। একের পর এক দুর্যোগে হাওরের জেলা সুনামগঞ্জের মানুষ দিশেহারা। গত এপ্রিলে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সব হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে জেলার প্রধান ফসল বোরো ধান তলিয়ে যায়। সারা বছরের খাবার ঘরে তুলতে না পারায় ঘরে ঘরে শুরু হয় অভাব। হাওরে ধান পঁচে পানিতে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়ে মাছ মরে ভেসে উঠে। হাওরাঞ্চলের মানুষ মাছ ধরে বেঁচে থাকার শেষ আশাটুকু তখন শেষ হয়ে যায় মাছের মড়কের কারণে। এসময় হাওরে খাদ্য খেয়ে মরে হাঁস। আরো মরে গরু-মহিষ। কয়েক দফা কালবৈশাখী ঝড়ে লণ্ডভন্ড হয়ে যায় কয়েক হাজার ঘর-বাড়ি। বজ্রপাতে অনেকেই হতাহত হয়েছেন। বোরো ফসলহানীর পর ফসলহারা নিঃস্ব-অসহায় মানুষের দিন যাচ্ছে সীমাহীন দঃখ-কষ্টে। বাঁচার লড়াইয়ে অনেকেই এলাকা ছেড়েছেন। তার পর এখন দেখা দিয়েছে নতুন দুর্যোগ বন্যা। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বানের পানিতে রোপা আমন ও বীজ তলা তলিয়ে গেছে এবং ভেসে গেছে অধিকাংশ পুকুরের চাষকৃত মাছ। হাওরের বড় বড় আফালে (ঢেউ) ক্ষতিগ্রস্ত হচ্ছে হাওর পাড়ের পানিবন্দি মানুষের ঘরবাড়ি। অনাহারে-অর্ধাহারে কোন রকম বেঁচে থাকা মানুষগুলোর সামনে বন্যা যেন মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে।
ছাতকের হলদিউরা গ্রামের আনামুল হক বলেন, হাওরের মানুষের দুর্ভোগ শেষ হচ্ছে না। একটার পর একটা দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’র সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, বন্যার্ত মানুষের এখন মূল সমস্যা হচ্ছে খাবার। বোরো ফসল হারানো মানুষের ঘরে কোনো খাবার নেই। মানুষ নিঃস্ব অবস্থায় আছে। এর মধ্যে এখন বন্যা।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। ইতিমধ্যেই আমরা ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ দিয়েছি।