বঙ্গবন্ধুকে নিয়ে ৬ কণ্ঠে ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’

১৫ই অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে নির্ঝর চৌধুরীর পরিকল্পনায় রেডিও ৭১ সেই বিখ্যাত গান ‘ শোনো একটি মুজিবরের থেকে’ এবং নির্মলেন্দু গুণের বিখ্যাত কবিতা ‘সেই রাত্তির কল্পকাহিনি’র মিশেলে একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে।

এতে কণ্ঠ দিয়েছেন ক্লোজ আপ তারকা খ্যাত প্রজন্মের পুতুল, সাব্বির, লিজা। এছাড়াও সেরা কণ্ঠের ঝিলিক ও নির্ঝর চৌধুরীও কণ্ঠ দিয়েছেন।   পাঠ ও আবৃত্তি করেছেন জান্নাতুল ফেরদৌসি ও আসিফ। গতকাল ১৪ই অগাস্ট রাতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় উন্মুক্ত করা হয়েছে। ফেসবুক ও ইউটিউবে দর্শক ও শ্রোতারা চাইলে এই অপূর্ব ভিডিওটি দেখতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধহোটেলে রাত কাটাতে এসে স্ত্রীর হাতে ধরা, অতপর…
পরবর্তী নিবন্ধমা হচ্ছেন সুনিধি চৌহান