সূত্র জানায়, সরকারি নিয়ম অনুযায়ী এ সিদ্ধান্ত হয়েছে। নিয়ম হচ্ছে মাসের ১৫ তারিখের পর এ ধরনের কোনো উৎসব থাকলে ওই মাস শেষ হওয়ার আগেই নন-গেজেটেড এবং নন-কমিশন্ড কর্মচারীদের বেতন পরিশোধ করতে হবে।
তবে ১০ম গ্রেড থেকে ১ম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে আগস্ট মাসের বেতন পেতে কিছুটা দেরি হতে পারে বলে সূত্র জানিয়েছে। তিনি বলেন, সাধারণত কর্মকর্তাদের বেতন ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) এর মাধ্যমে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় এবং মোবাইল ম্যাসেজের মাধ্যমে প্রাপককে তা জানিয়ে দেওয়া হয়।
তিনি বলেন, প্রতি মাসের ১ তারিখ ইএফটির মাধ্যমে বেতন ব্যাংকে চলে যায়। ব্যাংকের বিভিন্ন নিয়ম পালনের পর ৩ তারিখের মধ্যে বেতন তোলা সম্ভব হয়। কিন্তু এবার ৩ সেপ্টেম্বর পর্যন্ত ঈদের ছুটি। ৪ সেপ্টেম্বর অফিস খোলার পর সেদিনও হয়তো ইএফটি করা সম্ভব হবে না। ৫ সেপ্টেম্বর ব্যাংকে বেতনের টাকা যাওয়ার পর ব্যাংকগুলোর আরো দুই দিন লাগবে। ৭ সেপ্টেম্বর বেতনের মোবাইল ম্যাসেজ যাওয়ার পর দুই দিন সাপ্তাহিক ছুটি। অর্থাৎ ১০ সেপ্টেম্বরের আগে সরকারি কর্মকর্তারা আগস্ট মাসের বেতন তুলতে পারবেন না।