রায় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কাদেরের সাক্ষাৎ

 

 

পপুলার২৪নিউজ: পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে বঙ্গভবনে গিয়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

ফাইল ছবি
সাক্ষাৎ শেষে বের হয়ে ১টা ১৮ মিনিটে তিনি সাংবাদিকদের বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়েরে অপ্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে।

রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে দেখা হয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। তবে ওবায়দুল কাদের বলছেন, প্রধান বিচারপতি যে বঙ্গভবনে ছিলেন সেটা তিনি আগে জানতেন না।

সোমবার দুপুরে কাদের বঙ্গভবনে গেলে সেখানে তার সঙ্গে দেখা হয় প্রধান বিচারপতির।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণের নানা দিক নিয়ে চলমান বক্তব্য-পাল্টা বক্তব্যের মধ্যে এরআগে শনিবার প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছিলেল ওবায়দুল কাদের।

বঙ্গভবন থেকে বেরিয়ে ওবায়দুল কাদের বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে দলের অবস্থান মহামান্য রাষ্ট্রপতিকে জানাতে এসেছিলাম। এখানে যে প্রধান বিচারপতি এসেছিলেন আমি জানি না। তার সঙ্গে আমার কথা হয়নি।

সূত্র জানা গেছে, প্রায় ঘণ্টাখানেক বঙ্গভবনে ছিলেন ওবায়দুল কাদের।

২০১৬ সালের ১০ মার্চ হাইকোর্টের রায়ে অবৈধ হয় সংবিধানের সংশোধনী। চলতি বছরের ৩ জুলাই ওই রায় বহাল রাখেন আপিল বিভাগ। আপিল বিভাগের সেই পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ১ আগস্ট।

পূর্ণাঙ্গ রায়ে যেসব পর্যবেক্ষণ এসেছে তার বেশ ক’টি দিক নিয়ে আপত্তি তুলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।

 

পূর্ববর্তী নিবন্ধসুযোগ পেলে সানি লিওনের সঙ্গে নাচবেন হিরো আলম!
পরবর্তী নিবন্ধইরানের সঙ্গে সম্পর্কোন্নয়নে ইরাকের হস্তক্ষেপ চায় সৌদি