দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: স্থানীয় সরকার মন্ত্রী

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “সরকারের  আন্তরিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ”

জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শনিবার দুপুরে শহরের ভাজনডাঙ্গা এলাকার হর্টিকালচার সেন্টারের উদ্যোগে বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে ভাসমান বীজতলায় লাগানোর জন্য রোপা আমন ধানের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

সরকারকে কৃষিবান্ধব উল্লেখ করে মন্ত্রী বলেন, “সরকার সবসময়ই কৃষকের পাশে আছে। ” তিনি বলেন, “একসময় সারের জন্য কৃষককে জীবন দিতে হয়েছে। আর এখন সার কৃষকের পেছনে ছোটে। কৃষির অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমেই দেশ এগিয়ে যাচ্ছে। ”

 

পূর্ববর্তী নিবন্ধচীন সীমান্তে সেনা বাড়িয়েছে ভারত
পরবর্তী নিবন্ধটঙ্গীতে ট্রেনে কাটা অজ্ঞাত লাশ উদ্ধার