কাজটি করতে গিয়ে বৃন্দাবন দাস ও দীপু হাজরার মধ্যে সখ্যতা গড়ে ওঠে। এরপর তারা একসঙ্গে নির্মাণ করেছেন ‘লাভ রশিদ’, ‘গান মজিদ’, ‘সেতু-বন্ধন’ ‘মফিজ বি.এসসি’ ও ‘উসিলা’ নাটকগুলো। সম্প্রতি শেষ করেছেন ‘হেপি ফেমিলি’ শিরোনামে আরেকটি নাটকের শ্যুটিং। এ নিয়ে তাদের নাটকের সংখ্যা দাঁড়াল সাত-এ।বৃন্দাবন দাস বলেন, কাজের মধ্য দিয়ে দীপু’র সাথে আমার জানাশোনা প্রায় সাত বছর। নাটকও নির্মাণ হলো ৭টি। বলা যায় শেষ এ নাটকটি আমাদের জন্য ‘লাকী সেভেন’ নাটক। ও কাজে বেশ দক্ষ। আর ‘হেপি ফেমিলি’ নাটকটির গল্পও অন্য নাটকগুলোর থেকে আলাদা। আশা করি দর্শকরা ভিন্ন কিছুর স্বাদ পাবেন।
নির্মাতা দীপু হাজরা বলেন, বৃন্দাবন দাদার লেখনির ব্যাপারে বলার সাহস আমার নাই। শুধু এইটুকু বলতে পারি তিনি অনেক ভালো মনের একজন মানুষ। অনেক বড় মনের মানুষ যা তার সাথে কথা না বললে বোঝা যাবে না। তার প্রতিটি নাটকের গল্পই আলাদা আলাদাভাবে দৃশ্যমান। ‘হেপি ফেমিলি’ও অনেক মজার একটি নাটক। এতে অভিনয় করেছেন, চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, ফজলুর রহমান বাবু, শাহানাজ খুশী, মাসুদ রানা মিঠু। সবচেয়ে মজার বিষয় হলো এই প্রথম বৃন্দাবন দাস দাদা ও শাহানাজ খুশী আপার জমজ দুই সন্তান দিব্য ও শম্য প্রথম বারের মতো এই নাটকে একই ফ্রেমে বন্দি হয়েছে। ওরাও দুর্দান্ত অভিনয় করেছে।
‘হেপি ফেমিলি’ নাটকটি ঈদুল আযহায় গাজী টিভিতে প্রচারিত হবে।