পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলে ২০০৫ সালের চ্যাঞ্চেল্যকর ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে ১৪ জেএমবি সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা অনাদায়ে ৩ বছরের অতিরিক্ত সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে টাঙ্গাইলের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের মতো টাঙ্গাইল কোর্ট চত্তর, শহীদ জগলু রোড ও বেবীস্ট্যান্ড এলাকায় জেএমবি সদস্যরা আতংক সৃস্টির জন্য একযোগে বোমা বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। মামলায় ১৭ আসামির মধ্যে ৩ জন মারা যায়। দণ্ডপ্রাপ্ত ১৪ জনের মধ্যে ১০জন আসামি টাঙ্গাইল জেল হাজতে রয়েছে। বাকি চার আসামি পলাতক রয়েছে। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।