বন্যার্তদের মাঝে আবুল বাশারের ত্রাণ সামগ্রী বিতরন

পপুলার২৪নিউজ ডেস্ক:
ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ও রাজাপুর ইউনিয়নে শনিবার বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. আবুল বাশার।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক মিন্টু, সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবী, রাজাপুর ইউপি চেয়ারম্যান কাশেদুল হক বাবর, মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল-মামুন, জেলা পরিষদের সদস্য গিয়াস উদ্দিন বিএ, ছালেহ আহাম্মদ হায়দার, কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জিয়া উদ্দিন মাসুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আফসার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক এম নুরের ছাপা পলাশ, এম. শহীদ হোসেন রানা, রাজাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুল হক মনু, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সিন্দুরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ছাত্রলীগ সভাপতি জাকের হোসেন, ইউপি সদস্য ফোরকান উদ্দিন সহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

শেষে অতিথিবৃন্দ সিন্দুরপুর, শরিফপুর, কৈখালী ও রাজাপুর ঘোনায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় এক হাজার লোকজনের মাঝে পৃথকভাবে চাল, ডাল ও শুকনো খাবার সহ ত্রান সামগ্রী তুলে দেন।

ত্রাণ বিতরণ কালে আবুল বাশার শোকের মাসে ১৫ আগষ্ট নিহত শহীদদের আতœার মাগফিরাত কামনা করে বলেন, আওয়ামী লীগ সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখে। তারই ধারাবাহিকতায় দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে।

 

 

পূর্ববর্তী নিবন্ধতিন তালাকের বিরুদ্ধে সরব হওয়ায় মোদিকে রাখি পাঠালেন মুসলিম মহিলারা
পরবর্তী নিবন্ধ‘ষোড়শ সংশোধনী নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য সংবিধান পরিপন্থী’