পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, বিচার বিভাগের সঙ্গে প্রতিযোগিতা করবেন না, তা করতে চাইলেও পারবেন না। অতীতেও কেউ পারেনি। এখানে হাত দিলে হাত পুড়ে যায়।
শনিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে অর্থমন্ত্রীর করা মন্তব্য প্রসঙ্গে তিনি একথা বলেন।
বিএনপির এ নেতা বলেন, সরকারের সিনিয়র এক মন্ত্রী বলেছেন- যতবার ষোড়শ সংশোধনী বাতিল করা হবে ততবার এটা সংসদে পাশ করবো।
এটা খুবই ভয়ঙ্কর কথা। এর মাধ্যমে প্রমাণ হয়-সুপ্রিম কোর্টের ওপর সরকারের আস্থা নেই। তারা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না।
ষোড়শ সংশোধনীর এ রায় কেবল ঐতিহাসিক নয়, এর মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষের কথা প্রকাশিত হয়েছে। যারা এ রায়কে অবমূল্যায়ন করতে চান তাদের পস্তাতে হবে।
সম্প্রতি পাকিস্তানে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্টের দেয়া রায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, নওয়াজ তো পাকিস্তানের সব থেকে জনপ্রিয় নেতা। সুপ্রিম কোর্ট তাকে অযোগ্য ঘোষণা করার সঙ্গে সঙ্গে তিনি পদত্যাগ করেছেন।