ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জালাল উদ্দিন বুধু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, জালাল উদ্দিন ৫টি মামলার পলাতক আসামি। তিনি উপজেলার বাউতলা গ্রামের মৃত দারুমিয়ার ছেলে।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আখাউড়া-আগরতলা সড়কের নুরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

এসময় আখাউড়া থানার এএসআই সেলিম ও কনস্টেবল নয়ন চাকমা আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থল থেকে ২টি পাইপগান, ২টি চাপাতি, ২টি রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, ৫টি মামলার পলাতক আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী বুধুকে উপজেলার সীমান্তবর্তী বাউতলা গ্রামবাসী শুক্রবার বিকালে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে তার তথ্য অনুযায়ী পুলিশ শনিবার রাত ২টার দিকে বাউতলা গ্রামে আখাউড়া-আগরতলা সড়কের নুরপুর নামক স্থানে অভিযানে যায়। এসময় সেখানে ওঁৎ পেতে থাকা জালাল উদ্দিন বুধুর সহযোগীরা তাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় ও গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ।

পরে সহযোগীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে বুধুর লাশ উদ্ধার করে পুলিশ। লাশ আখাউড়া থানায় রাখা হয়েছে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধকদমতলীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
পরবর্তী নিবন্ধমিরাজকে ছাড়াই মাঠে নাইট রাইডার্স