এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম নুরুল করিম রাশেদ, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।
সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, এ কমিউনিটি ক্লিনিকে দুইজন স্বাস্থ্যকর্মী, টিকাকর্মী, হেলথ প্রোভাইডার থাকবেন। কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি টিকাদান, বিভিন্ন পরীক্ষাসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে। তিনি বলেন, এ পর্যন্ত চিকিৎসা নিয়ে ত্রিপুরা পাড়ার ১১২ জন শিশু বাড়ি ফিরে গেছে। তাছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতাল ও ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে এখনো ২২ শিশু চিকিৎসা নিচ্ছে।
প্রসঙ্গত, গত ১২ জুলাই বার আউলিয়া, সোনাইছড়ি ও ত্রিপুরা পাড়ায় শিশুদের মধ্যে বিভিন্ন লক্ষণ দেখা দেওয়ার পর ‘অজ্ঞাত রোগে’ ১০ শিশু মারা যায়। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরীক্ষায় তারা হাম এবং অপুষ্টিজনিত কারণেই এসব শিশু মারা যায় বলে শনাক্ত করা হয়। একই সঙ্গে ওই এলাকার শিশুরা টিকার আওতায় ছিল না বলে বিশেষজ্ঞ দল জানান। এ ঘটনার পর গত ২৯ জুলাই থেকে ত্রিপুরা পাড়াসহ তিন ইউনিয়নে শিশুদের হামের টিকা দেওয়া শুরু হয়।