ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাসহ পাঁচজনকে সংগঠন থেকে বহিষ্কার

পপুলার২৪নিউজ ডেস্ক:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাসহ পাঁচজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার সংগঠনটির সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।

এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, তারা কর্মসূচিতে নিয়মিত নন। সে কারণেই তাদের বহিষ্কার করা হয়েছে।

আগামীতে ক্ষমা চেয়ে সংগঠনের কর্মসূচিতে আবার সক্রিয় হলে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে। তবে ছাত্রলীগের অনেকেই বলছেন, ফেসবুকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে নিয়ে ‘বিতর্কিত’ স্ট্যাটাস দেয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়টি সঠিক নয় বলে জানান ছাত্রলীগ সভাপতি।

বহিষ্কৃতরা হলেন সংগঠনের কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক উপ-সম্পাদক শামীম হোসেন শুভ, কেন্দ্রীয় সদস্য আশিকুর রহমান অনু, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক প্রচার সম্পাদক সুশোভন অর্ক, ঢাকা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রবিন এবং শামসুল আরেফিন পলাশ নামের এক কর্মী।

পূর্ববর্তী নিবন্ধজর্ডানে বিয়ে করেও শাস্তি এড়াতে পারবে না ধর্ষক
পরবর্তী নিবন্ধপাকিস্তান দলে মালিক- হাফিজ -আকমলের প্রয়োজন নেই!