পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
খুলনায় গণপিটুনিতে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) ক্যাডার সাইদুল ইসলাম ওরফে সাইদুল (২৯) নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৩১ জুলাই মহানগরীর খানজাহান আলী থানার মাতমডাঙ্গা গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটে। নিহত সাইদুল মাতমডাঙ্গা গ্রামের মোমিন মল্লিকের ছেলে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, সাইদুলের নেতৃত্বে চরমপন্থী একটি দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) নামে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ও সন্ত্রাসী কর্মকাণ্ড করত।
৩১ জুলাই দুপুরে ক্ষুব্ধ জনতা সাইদুলকে আটক করে গণপিটুনি দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাইদুলের বিরুদ্ধে খানজাহান আলী থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।