পপুলার২৪নিউজ ডেস্ক:
ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) মহাসচিব ড. ইউসেফ বিন আহমদ আল-ওথাইমিন চার দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন। সফরকালে তিনি পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ওআইসি মহাসচিব পদে দায়িত্ব গ্রহণের পর এটা তার প্রথম বাংলাদেশ সফর। ওথাইমিন আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ওআইসি মহাসচিব ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী সফরকালে ওআইসি মহাসচিবের সৌজন্যে নৈশভোজের আয়োজন করবেন। ওআইসি মহাসচিব শুক্রবার কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবির ও তার আশপাশে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে কথা বলবেন। মহাসচিব তাদের প্রতি সহানুভূতি ও সংহতি প্রকাশ করবেন। তিনি স্থানীয় প্রশাসন ও সেখানে কর্মরত আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে অবহিত হবেন।
বাংলাদেশ ওআইসিতে ভূমিকা বৃদ্ধি করার প্রেক্ষাপটে মহাসচিব ওথাইমিন এ দেশের নেতাদের সঙ্গে নিজেকে পরিচিত করবেন। ওআইসি ইস্যু এবং মুসলিম উম্মার বিভিন্ন বিষয়ে বাংলাদেশি নেতাদের পরামর্শ গ্রহণ করবেন তিনি। বাংলাদেশে আগামী বছরের মে মাসে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। ফলে মহাসচিবের এই সফর বাংলাদেশ ও ওআইসির মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে সহায়ক হবে।