পপুলার২৪নিউজ ডেস্ক:
গাইবান্ধার সুন্দরগঞ্জের জোড়া লাগা শিশু তোফা ও তহুরাকে পৃথক করার প্রক্রিয়া শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের পৃথক করার প্রক্রিয়া শুরু করেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারে ছয় ঘণ্টার মতো সময় লাগতে পারে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফুল হক কাজল বিবিসিকে জানান, সকাল ৯টার দিকে তাদের অজ্ঞান করা হয়। ১০টার আগেই তাদের অস্ত্রোপচার শুরু হয়েছে।
তিনি আরও জানান, অস্ত্রোপচারে মৃত্যুর আশংকা নেই। তবে দুই শিশুরই নিচের দিকের মেরুদণ্ড একসঙ্গে লাগানো থাকায় বিষয়টি জটিল হয়ে উঠেছে। একটু এদিক সেদিক হলে সারাজীবন পায়ুপথের সংকট হতে পারে তাদের।
এই দুই শিশুর মাথা, হাত, পা, সবই আলাদা। কিন্তু দুজনের পায়ুপথ একটি। এই শারীরিক অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘পাইগোপেগাস’।
বাংলাদেশের ইতিহাসে ‘পাইগোপেগাস’ শিশু আলাদা করার ঘটনা এটাই প্রথম।