পপুলার২৪নিউজ ডেস্ক:
জার্মানির কনস্ট্যানসের একটি নাইট ক্লাবে গোলাগুলিতে এক হামলাকারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। খবর বিবিসির।
রোববার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে ম্যাক্স-স্টরমায়ার সড়কের গ্রে নাইটক্লাবে এ ঘটনা ঘটে।
বিবিসির খবরে বলা হয়, নাইট ক্লাবে ওই বন্দুকধারীর গুলিতে প্রথমে একজন নিহত হন। পরে পুলিশ গুলি চালালে ওই বন্দুকধারী গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, এক লোক ওই নাইট ক্লাবে ঢুকে স্বয়ংক্রিয় পিস্তেল থেকে গুলি শুরু করলে ভেতরে থাকা অতিথিরা লুকিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। এ সময় নাইট ক্লাবের একজন ডোর ম্যান ওই হামলাকারীকে ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হন।
এদিকে নিহত বন্দুকধারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি দেশটির পুলিশ।