ট্রাম্পের আঁকা ছবির দাম ২৩ লাখ টাকা

পপুলার২৪নিউজ ডেস্ক:
প্রেসিডেন্ট প্রার্থী হবার পর থেকেই নানা কারণে সমালোচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশিরভাগ ক্ষেত্রেই যেন নেতিবাচক ইমেজ পিছু ছাড়ছে না ট্রাম্পের।

তবে এবার এক ছবি দিয়ে বাজিমাত করলেন ট্রাম্প। ২০০৫ সালে আঁকা তার একেবারে সাধারণ একটি ছবি নিলামে বিক্রি হলো ২৩ লাখ টাকায়। খবর দ্যা নিউইয়ক টাইমসের।

একটি দাতব্য সংস্থার তহবিল সংগ্রহের জন্য ছবিটি আঁকেন ট্রাম্প। যেখানে ম্যানহাটন শহরের উঁচু উঁচু ভবনের মাঝে দাঁড়িয়ে আছে ট্রাম্প টাওয়ার। নিচে ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের খ্যাতিমান নিলাম সংস্থা নেট ডি. স্যান্ডার্স অকশন লস এঞ্জেলস অকশন হাউজে ছবিটি নিলামে তোলা হয়।

৬ লাখ টাকা থকে নিলামের মূল্য শুরু হয়। অনলাইনে মোট ১১ জন নিলামে অংশগ্রহণ করে। তবে ২৩ লাখ টাকা যিনি দাম হাকিয়েছেন তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আব্রাহাম লিঙ্কন ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের অটোগ্রাফ (ট্রাম্পের ছবিটি অটোগ্রাফযুক্ত) এত চড়া মূল্যে বিক্রিয় হয়নি বলে জানিয়েছে ওই নিলাম সংস্থার প্রতিষ্ঠাতা মাইকেল ক্রিক।

তিনি বলেন, এটা অত্যান্ত চড়া মূল্য। এটা আধুনিক যুগের কোনো প্রেসিডেন্টের জন্য খুব আনন্দদায়ক খবর।

নিলাম সংস্থার গণযোগাযোগ বিভাগের পরিচালক স্যাম হেলার বলেন, একজন বিতর্কিত নেতার শিল্পকর্ম কেনার জন্য কেউ এত টাকা ব্যয় করবে তা জানা ছিল না। এজন্য আমরা খুবই খুশি।

এর আগে আইনস্ট্রাইনের আঁকা একটি স্টিকি ছবি বিক্রি হয়েছিল প্রায় এক কোটি ২০ লাখ টাকায়।

পূর্ববর্তী নিবন্ধঅবসরের খবর ভিত্তিহীন: আমির
পরবর্তী নিবন্ধসিরাজগঞ্জে অপমান সইতে না পেরে ধর্ষিতার আত্নহত্যা