রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের কাছে তুরাগ নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিনজনকে উদ্ধারে ফের অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। শনিবার সকাল থেকে নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরি দল তুরাগ নদীতে তল্লাশি চালাচ্ছে।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ওসি মীর জামাল উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের ঘাটে তুরাগের মাঝ নদীতে ১৩ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। এদের মধ্যে ১০ জন তীরে উঠলেও তিনজন নিখোঁজ থাকেন। তারা হলেন- কলেজ ছাত্রী রূপা (১৮), তার ভাগ্নে শাওন (১২) এবং অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৩০)।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক জানান, শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তল্লাশি চালিয়ে অভিযান স্থগিত করে। আজ সকাল থেকে ওই দুই ইউনিট আবার তুরাগ নদীতে তল্লাশি চালাচ্ছে। তবে বর্ষাকালে তুরাগ নদীতে পানি বেশি ও স্রোতে কারণে তল্লাশি কাজ থেমে থেমে চালানো হচ্ছে।