কারাভোগ শেষে ভারতে পাচার ৮ বাংলাদেশিকে হস্তান্তর

 পপুলার২৪নিউজ ডেস্ক:

ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করা আট বাংলাদেশি যুবককে তিন বছর কারাভোগ শেষে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার দুপুর ১টায় ট্রাভেল পরমিট প্রক্রিয়ায় তাদের হস্তান্তর করা হয়।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন, বরগুনার বদনীখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আলমগীর (৩৮), নড়াইলের হাটবাড়িয়া গ্রামের সুবাস কুন্ডুর ছেলে সৌরভ (৩০), কুমখিলী গ্রামের মাজেদ মোল্লার ছেলে সেলিম মোল্লা (৩২), জাকির মোল্লার ছেলে নবাব আলী (৩৪), সাতক্ষীরার  খোরদো গ্রামের রনজিতের ছেলে রাজ কুমার (৩১), বাগেরহাটের খাওলীয়া গ্রামের আব্দুল মাজেদের ছেলে হেলাল (২৭) ও বেলাল শেখ (৩৮) এবং ঝিনাহদাহের মালাধাপুর গ্রামের মোশারেফ খানের ছেলে ফরহাদ খান (৩২)। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে তাদের গ্রহণ করে পোর্টথানা পুলিশ। তারা তাদের পরিবারের কাছে পৌছে দেবে।

এ ব্যাপারে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি ওমর শরীফ জানান, সংসারে অভাব অনটনের কারণে তারা ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে সীমান্ত পথে ভারতের দিল্লিতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে জেলে পাঠায়। পরে সাজার মেয়াদ শেষ হলে তারা দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগে ট্রাভেল পারমিটে দেশে ফিরে আসে।

তিনি আরো জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

পূর্ববর্তী নিবন্ধবলিউড অভিনেতা ইন্দ্র কুমারের মৃত্যু
পরবর্তী নিবন্ধপদত্যাগ করলেন নওয়াজ শরিফ