হোলি আর্টিজান জঙ্গি হামলা মামলার তদন্ত শেষ পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ,প্রতিবেদক:

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, তদন্ত ও অভিযোগপত্র নির্ভুল করতে সময় নেওয়া হচ্ছে।

হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ আসলাম হোসেন ওরফে রাশেদ গ্রেপ্তার হওয়ার বিষয়ে আজ শুক্রবার গুলিস্তানে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, নির্ভুল তদন্ত ও অভিযোগপত্র দিতে কাজ করছে পুলিশ। কোনো ধরনের ভুল যাতে না হয়, সে জন্য সময় নেওয়া হচ্ছে। তদন্ত শেষের দিকে রয়েছে।

হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ রাশেদকে আজ ভোরে নাটোরের সিংড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে সিংড়া থেকে ঢাকায় আনা হচ্ছে।

সাভারের জিরাবোতে ইউনূস সেন্টার আয়োজিত সামাজিক ব্যবসা সম্মেলন বাতিল হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আয়োজকেরা এমন সময়ে অনুষ্ঠানের কথা বলেছে, তখন পুলিশের কিছু করার ছিল না।

 

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আইনজীবীসহ নিহত ২
পরবর্তী নিবন্ধপাকিস্তানের প্রধানমন্ত্রী পদে অযোগ্য নওয়াজ: পাকিস্তান সুপ্রিমকোর্ট