রাজবাড়ীতে বসতঘরে ১৩৭ গোখরা সাপ

পপুলার২৪নিউজ ডেস্ক:
রাজবাড়ীতে বসতবাড়িতে ধরা পড়েছে দুইটি মা গোখড়াসহ ১৩৭টি সাপের বাচ্চা। বুধবার দুপুরে জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নের বাউনিপুর গ্রামের কৃষক ইসমাইলের বাড়ি থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

রাজবাড়ীর সাপুড়ে লিটন জানান, ইসমাইল শেখ ৪/৫ দিন আগে তার চারচালা টিনের ঘরের মেঝেতে গোখড়া সাপের খোলস দেখতে পান। এরপর তিনি দুইটি গোখরার বাচ্চা দেখতে পেয়ে মেরে ফেলেন।

বুধবার দুপুরে সাপুড়ে লিটন ওই বাড়িতে যান এবং দুই ঘণ্টা ধরে বসতঘরের বিভিন্ন স্থানের মাটি খুড়ে দুইটি মা গোখরা সাপ ও ১৩৫টি গোখরার বাচ্চা উদ্ধার করেন।

পূর্ববর্তী নিবন্ধশাহরুখের মেয়েকে হয়রানি, চটেছেন কাজল
পরবর্তী নিবন্ধবিশ্ব এখন বাংলাদেশকে সম্মানের চোখে দেখে : প্রধানমন্ত্রী