গুলিস্তানে দোকানী হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজধানীর গুলিস্তানের জুতার দোকানী আলমগীর হোসেনকে হত্যার ঘটনায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ দায়রা জজ ও পরিবেশ আপিল আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছে, নতুন কদমতলীর পালপাড়া এলাকার জনি (২৬) এবং কদমতলীর দারোগাবাড়ি রোড এলাকার হাসান ওরফে কালু (২০) ও মনির হোসেন (২৭)।

তিনজনের মধ্যে জনি অন্য মামলায় কারাগারে রয়েছে। বাকি দুই আসামি জামিন নেওয়ার পর পলাতক রয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, আসামিরা সিদ্দিক বাজার জুতার দোকানের কর্মচারী আলমগীরের (২৭) পূর্ব পরিচিত। ২০০৯ সালের ১৩ আগস্ট মধ্যরাতে দোকান থেকে কদমতলীর বাসায় ফেরার পথে শ্যামপুর হাই স্কুলের কাছে তিন মাদকসেবী তার পথরোধ করে। তারা টাকা চাইলে দিতে রাজি হওয়ায় আলমগীরকে ছুরি চালিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় আলমগীরের স্ত্রী লায়লা আক্তার বাদী হয়ে রাজধানীর কদমতলী থানায় হত্যা মামলা দায়ের করে। তিন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০০৯ সালের ২২ নভেম্বর মামলা তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার এসআই আব্দুল মানছুর রহমান তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের নির্দেশ পেলে এক সপ্তাহের মধ্যে চীনে পরমাণু হামলা!
পরবর্তী নিবন্ধবিএনপি নির্বাচন বন্ধের চক্রান্ত করছে : নাসিম