পপুলার২৪নিউজ ডেস্ক:
রাজধানী ঢাকা দেশের সবচেয়ে আধুনিক শহর হলেও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। মহামারি আকার ধারণ করেছে চিকুনগুনিয়া-ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে বয়স্ক এবং অন্য রোগে আক্রান্ত বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। হাসপাতালে হাজারো মানুষ ভর্তি। এবার মশাবাহিত ডেঙ্গু জ্বরের শিকার হলেন জাতীয় দলের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয়।
কয়েকদিন আগেই বিসিবি হাই পারফর্মেন্স স্কোয়াডের হয়ে অস্ট্রেলিয়ায় খেলে এসেছেন বিজয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত ২৯ সদস্যের প্রাথমিক দলে রয়েছে তার নাম। সে অনুযায়ী অস্ট্রেলিয়া থেকে আসার পরই ফিটনেস ক্যাম্পে যোগ দেন তিনি।
প্রস্তুতি ক্যাম্পে থাকাকালেই জ্বরে আক্রান্ত হন বিজয়। বেশ কয়েকদিন জ্বরে ভোগার পর অবশেষে গতকাল বুধবার প্রচণ্ড জ্বর নিয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান বিজয়। সেখানে পরীক্ষা-নীরিক্ষার পরই জানতে পারেন তার ডেঙ্গু হয়েছে। এরপর জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তাররা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ভর্তি হয়ে যান।
২০১৫ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন এনামুল হক বিজয়। ফেসবুকে তার অসুস্থতার ছবিসহ একটি পোস্ট দিয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। তিনি সবার কাছে বিজয়ের জন্য দোয়া চেয়েছেন।