ওয়াকারকে কোচ হিসেবে ব্যর্থ :কামরান আকমল

পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধান কোচ ওয়াকার ইউনুসকে ধুয়ে দিলেন দেশটির উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল।

পাকিস্তান ক্রিকেটের ধ্বংসের জন্য দেশটির সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনুসকে দায়ী করলেন তিনি।

বৃহস্পতিবার জিও সুপার চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেন আকমল।

কামরান আকমল বলেন, ওয়াকার ইউনুস ২০১০-২০১১ এবং ২০১৪-২০১৬ সালে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন। তবে তিনি ওই সময়ে দলকে ঠিকভাবে নির্দেশনা দেননি।

তিনি আরও বলেন, ক্রিকেটারদের ওপর ওয়াকারের অতি উৎসাহী এক্সপেরিমেন্টের কারণে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের সাইড লাইনে বসিয়ে রাখা হয়েছে। এ কারণেই পাকিস্তানের ক্রিকেট ২-৩ বছর পিছিয়ে গেছে।

কামরান আকমল পাকিস্তানের হয়ে ৫৩টি টেস্ট এবং ১৫৭ ওয়ানডে ম্যাচ খেলেছেন। তবে এখন আর জাতীয় দলে তাকে দেখা যায় না।

আকমল বলেন, ওয়াকার ভাই কোচ হিসেবে ব্যর্থ। তার কারণেই দল দুই থেকে তিন বছর পিছিয়ে গেছে।

ওয়াকারের বিরুদ্ধে এই প্রথম জাতীয় দলের কোনো রানিং ক্রিকেটার এভাবে খোলাখুলি সমালোচনা করলেন। ভারতে অনুষ্ঠিত শেষ টি২০ বিশ্বকাপে বাজেভাবে পাকিস্তানের হারের পর ওয়াকারকে কোচের পদ ছাড়তে বাধ্য করা হয়।

আকমল বলেন, বেশ কিছু ক্রিকেটারের সঙ্গে ওয়াকারের দ্বন্দ্ব ছিল। পাকিস্তান দলকে সামনে এগিয়ে নেয়ার কোনো পরিকল্পনাই তার ছিল না।

উদাহরণ হিসেবে আকমল তুলে ধরেন ২০১৫ বিশ্বকাপের কথা।

তিনি বলেন, ওই বিশ্বকাপে হঠাৎ করেই ইউনিস খানকে ইনিংসের গোড়াপত্তন করতে বলা হয়। তাছাড়া সরফরাজ আহমেদকে টুর্নামেন্টের শেষের দিকে একাদশে খেলানোর বিষয়টিও তুলে ধরেন।

তাছাড়া ওয়াকার কোনো ক্রিকেটারকে দলে নিয়মিত হওয়ার সুযোগও দেননি বলে দাবি করেন আকমল।

তার ভাই উমর আকমলের কথা তুলে ধরে কামরান আকমল বলেন, এশিয়া কাপে উমর আকমল আগের ম্যাচে শতরান করার পরও পরের ম্যাচে শহীদ আফ্রিদির পরে ব্যাট করতে নামে। ওয়াকার একজন গ্রেট ক্রিকেটার এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে কোচ হিসেবে তিনি ব্যর্থ।

বাংলাদেশের সঙ্গে সিরিজ হারা নিয়ে আকমল বলেন, বিশ্বকাপের পর দলে ৬ থেকে ৭ জন নতুন ক্রিকেটার নিয়ে বাংলাদেশ সফর করে পাকিস্তান। ফলাফল আমরা প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি২০ সিরিজ হেরেছি।

ওয়াকার যখন প্রথমবার কোচ ছিলেন তখনই কর্তৃপক্ষের শিক্ষা নেয়া উচিৎ ছিল বলে মনে করেন আকমল।

অন্য কোচদের সঙ্গে দলে খেলার বিষয়ে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, আমি অন্য আরও কোচদের সঙ্গে দলে ছিলাম। যেমন বব উলমার। তারা দলকে নিয়ে নানা রকম পরিকল্পনা হাতে নিতেন। ক্রিকেটারদের সঙ্গে পরামর্শ করতেন। ওয়াকার ক্রিকেটারদের কঠোর পরিশ্রম করাতেন।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে নিজের অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরে কামরান আকমল বলেন, যখন আমাকে দলে নেয়া হল তখন সেটা নিয়ে প্রশ্ন তোলেন ওয়াকার।

তবে ওয়াকার যখন কোচ ছিলেন তখন দলে দুইজন উইকেটরক্ষক রাখার পক্ষে ছিলেন। এই বিষয়টির প্রশংসা করেন আকমল।

পূর্ববর্তী নিবন্ধআল আকসা থেকে মেটাল ডিটেক্টর প্রত্যাহার
পরবর্তী নিবন্ধমানিকগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন