হামলার আশঙ্কায় তুরস্কে ইসরাইলি দূতাবাস বন্ধ ঘোষণা

পপুলার২৪নিউজ ডেস্ক:
হামলার আশঙ্কায় তুরস্কে ইসরাইলি দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে।
আল-আকসায় নিরাপত্তার নামে বাড়াবাড়ি এবং ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন ফিলিস্তিনি নিহতের পর হামলার আশঙ্কা করছিল তুর্কি দূতাবাস। পরে রোববার রাতে জর্ডানে ইসরায়েলি দূতাবাসে হামলায় দুইজন নিহত ও একজন আহত হন।

এরপর নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেয় ইসরাইল। খবর দ্য নিউ আরব’র।

ইসরাইলি নিউজ ওয়েবসাইট এনআরজিকে উদ্ধৃত করে দ্য নিউ আরব জানায়, হামলার আশঙ্কায় আঙ্কারার দূতাবাস ও ইস্তাম্বুলের কনস্যুলেটরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করেনি।

এর আগে ১৪ জুলাই আল-আকসা এলাকায় দুই ইসরাইলি পুলিশ নিহতের ঘটনায় নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে আল-আকসা মসজিদের প্রবেশ পথে মেটাল ডিটেক্টর বসায় ইসরাইলি কর্তৃপক্ষ। পাশাপাশি মসজিদটিতে পঞ্চাশের নিচের বয়সী পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।

এরপর গত শুক্রবার ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে প্রতিবাদরত ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে তিন ফিলিস্তিনি নিহত হয়। এ ঘটনার পর ওই দিনই পশ্চিম তীরে এক ফিলিস্তিনির ছুরিকাঘাতে তিন বেসামরিক ইসরাইলি নিহত ও অপর একজন আহত হয়।

পূর্ববর্তী নিবন্ধপেইন্ট সুবিধা সরিয়ে নিবে মাইক্রোসফট
পরবর্তী নিবন্ধশপথ নিলেন ভারতের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ