বেঞ্জামিন মেন্দিকে ডিফেন্ডারদের রেকর্ড দামে দলে নিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ফ্রেঞ্চ ক্লাব মোনাকো থেকে পাঁচ বছরের চুক্তিতে তাকে আনা হয়েছে। পাঁচ কোটি ৫২ লাখ পাউন্ড দিয়ে মেন্দিকে কিনেছে পেপ গার্দিওলার অধীনে থাকা সিটি। ট্রান্সফার ফির এই অঙ্ক ফ্রান্সের এই ফুটবলারকে বিশ্বের সবেচেয়ে দামি ডিফেন্ডারে পরিণত করেছে। ২৩ বছর বয়সী এই ডিফেন্ডারের সঙ্গে পাঁচ বছরের চুক্তির খবরটি নিজেদের ওয়েবসাইটে জানায় প্রিমিয়ার লিগের ক্লাবটি।
১৭ বছরের মধ্যে গত মৌসুমে প্রথমবারের মতো মোনাকোর লিগ ওয়ান জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেন্দি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই সময়ে ক্লাবটির হয়ে ৩৪টি ম্যাচ খেলেন তিনি। দল বদলের এই মৌসুমে এর আগে ইংল্যান্ডের কাইল ওয়াকার (সাড়ে ৪ কোটি পাউন্ডে), পর্তুগালের মিডফিল্ডার বের্নার্দো সিলভা (৪ কোটি ৩০ লাখ পাউন্ডে), ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসন মোরায়েস (সাড়ে ৩ কোটি পাউন্ডে), ডিফেন্ডার দানিলোকে (২ কোটি ৬৫ লাখ পাউন্ডে) দলে টেনেছে সিটি।
ফরাসি লেফট-ব্যাক মেন্দি পেশাদার ফুটবলে ক্যারিয়ার শুরু করেছিলেন ২০১১ সালের ২৪ জুলাই লা হাভরে দিয়ে। হাভরেতে প্রায় দুই বছর কাটানোর পর ২০১৩ সালে ৮ জুলাই যোগ দেন মার্সেই-এ। সেখানে কাটিয়ে দিয়েছেন তিনটি মৌসুম। এরপর ২০১৬ সালের ২২ জুন মার্সেই ছেড়ে মোনাকোতে যোগ দেন মেন্দি।