পপুলার২৪নিউজ প্রতিবেদক:
তিন কার্যদিবস পর আজ সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বেড়েছে। তবে এদিন মোট লেনদেনের পরিমাণ এবং লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানীর শেয়ারের দাম কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে ৩২৯টি কোম্পানির ১৯ কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৭৪১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৬৩৬ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৮৩৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬৯ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার টাকা।
প্রধান মূল্যসূচক বা ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৬.৮৮ পয়েন্ট বেড়ে ৫৭৮২.৪৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক পয়েন্ট ০.৫৫ বেড়ে ২১২১.৮০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক (ডিএসইএস) ১.১০ পয়েন্ট কমে ১৩১৩.৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৩৫ টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো : ইফাদ অটোস, মার্কেন্টাইল ব্যাংক, ডরিন পাওয়ার, প্রাইম ব্যাংক, কেয়া কসমেটিকস, গ্রামীণ ফোন,শাহাজীবাজার পাওয়ার, ইউনিক হোটেল, লঙ্কাবাংলা ফাইন্যান্স ও ফু-ওয়াং ফুড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : মার্কেন্টাইল ইন্সুরেন্স, ফনিক্স ইন্সুরেন্স, বিডি অটোকারস, অ্যাম্বী ফার্মা, ডেল্টা স্পিনিং, এপেক্স ফুটওয়্যার, হাক্কানী পাল্প, সেন্ট্রাল ইন্সুরেন্স, প্রাইম লাইফ ইন্সুরেন্স ও আইএফআইসি ফার্স্ট মি. ফা।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : মেঘনা পেট, দুলামিয়া কটন, রহিমা ফুড, বিআইএফসি, বিডি ওয়েল্ডিং, শ্যামপুর সুগার, উসমানিয়া গ্লাস, মডার্ন ডাইং, মুন্নু সিরামিকস ও বঙ্গজ লিঃ।