বান্দরবানে পাহাড় ধস, নিখোঁজ ৫

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ভারি বর্ষণে বান্দরবানের রুমা সড়কের দলিয়ানপাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

রোববার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

পাহাড় ধসে পাঁচজন নিখোঁজ রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ চলছে। তবে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বান্দরবান থেকে রুমা উপজেলার পথে এবং রুমা থেকে বান্দরবানের দিকে দুটি যাত্রীবাহী বাস দলিয়ানপাড়া এলাকায় আসে। এ এলাকা আগেই পাহাড় ধসে ভেঙে যায়। এখান দিয়ে কোনো যানবাহন চলে না। ফলে যাত্রীরা এখানে নেমে হেঁটে এলাকাটি অতিক্রম করে পুনরায় যানবাহনে ওঠেন। আজ সকালেও দুই বাসের যাত্রীরা সেভাবেই ওই এলাকা পার হচ্ছিলেন। এ সময়ই তাদের ওপর পাহাড় ধসে পড়ে। তাৎক্ষণিক তিনজনকে উদ্ধার করা হয়। পাঁচ বাসযাত্রী নিখোঁজ রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধটাঙ্গাইলে বিএনপির সদস্য সংগ্রহ চলাকালে সংঘর্ষ, আহত ১০
পরবর্তী নিবন্ধশতভাগ পাস ৫৩২টি প্রতিষ্ঠানে, সবাই ফেল ৭২ প্রতিষ্ঠানে