পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে : ডিএমপি কমিশনার

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর শাহবাগে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ শনিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান কমিশনার আছাদুজ্জামান মিয়া।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সাত দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করতে আসে। পরে সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। এর মধ্যে এক শিক্ষার্থীর দুই চোখ নষ্ট হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তিনি আরো বলেন, ‘শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতজোড় করে সড়ক অবরোধ না করতে বলা হয়। তারপরও তারা সেখানে অবরোধ করে, পুলিশের ওপর হামলা চালায়। এতে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হবে। ’

 

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসার জন্য ভারতে আল্লামা শফী
পরবর্তী নিবন্ধবিএনপি নিজেরাই বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করছে:কাদের