ইমুর নতুন অধ্যায় শুরু

পপুলার২৪নিউজ ডেস্ক:
পুরো নাম আলভিরা ইমু। ঢাকাই চলচ্চিত্রের রেসের নতুন যাত্রী। তাই দর্শকদের কাছে এখনও নায়িকা পরিচয়ে পরিচিত হতে পানেননি তিনি। তবে চেষ্টা করছেন। সিনেমার অলিগলি চিনছেন। কাজের ক্ষেত্র সম্পর্কে নতুন নতুন জ্ঞান নিচ্ছেন। অভিজ্ঞতা হচ্ছে আলো ঝলমল এ দুনিয়া সম্পর্কে। এ অভিজ্ঞতার আলো দিয়েই চলচ্চিত্রের অভিনেত্রী হয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্যই ছুুটছেন আলভিরা।

উচ্চতায় পাঁচফুট সাড়ে সাত ইঞ্চি। ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন উচ্চতার নায়িকা খুব একটা দেখা মিলেনি। পড়াশোনায় বিবিএ শেষ করা এ নায়িকা শোবিজে আগমন ঘটে ২০১৫ সালে। সে সময় শাকিব খানের বিপরীতে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হন। কিন্তু বেশকিছু কারণে ছবি দুটি আর করা হয়নি। পরিবার থেকেও অভিনয়ের প্রতি বিধিনিষেধ ছিল। তাই সব ছেড়ে পড়াশোনাতেই মনোনিবেশ করতে হয়েছে। এরপর আমেরিকায় চলে যান তিনি।

দেশের বাইরে গেলেও বুকের ভেতর নায়িকা হওয়ার স্বপ্ন লালন করে গেছেন। তাই দেশে ফিরেই পরিবারের সম্মতিতে নেমেছেন স্বপ্ন বাস্তবায়নের পথে। কিছুটা সফলও হচ্ছেন। এ প্রসঙ্গে আলভিরা ইমু বলেন, ‘খুব বেশি দিন হয়নি চলচ্চিত্রে এসেছি। তবে আমি আমার মতো পরিশ্রম করে যাচ্ছি। পরিশ্রমের ফল অবশ্যই পাব। আমি এখন নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করতে চাই। ভালো গল্পের ভালো চরিত্রে কাজ করতে চাই। চলচ্চিত্রে অভিনয়ই আমার এখনকার ধ্যানজ্ঞান।’

বর্তমানে তিনটি ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিগুলো হচ্ছে সাইমন সাদিকের বিপরীতে তাজুল ইসলামের ‘গোপন সংকেত’, রফিকুল ইসলাম বুলবুলের ‘খুশি’ এবং উত্তম আকাশের ‘জেনারেশন গ্যাপ’। প্রতিটি ছবিতেই ইমুকে আলাদা আলাদা চরিত্রে দেখতে পাবেন দর্শক। উচ্চতার কারণে অ্যাকশন সিনেমার জন্য বেশ পারফেক্ট তিনি। পাশাপাশি আকর্ষণীয় দেহের গঠন আর রূপের আলোয় যে কোনো রোমান্টিক ছবির নায়িকা হিসেবে দেখতেও বিরক্ত লাগবে না। আলভিরা কিন্তু বিজ্ঞাপনেও কাজ করেছেন। র‌্যাম্পেও হেঁটেছেন। প্রায় ২৫টিরও বেশি শোতে হেঁটেছেন তিনি। কিন্তু এখন এদিকে মনোযোগ নেই তার। চলচ্চিত্রেই পড়ে থাকে মন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমার জগৎটা আমার কাছে পরিবারের মতো লাগে। নিজের আসল জায়গা মনে হয়। নিজের সম্মান রেখে চলচ্চিত্রে প্রতিষ্ঠা পেতে চাই। আর এ জন্য সবার সহযোগিতা আমার খুবই প্রয়োজন। আশা করি সবাই আমার পাশে থাকবেন। আমি নায়িকা হতে চাই না। একজন ভালো অভিনেত্রী হয়ে দর্শকদের সামনে বেঁচে থাকতে চাই। এ জন্য যত বেশি শ্রম দিতে হয় তার জন্য আমি প্রস্তুত আছি।’

নাচে ইমুর হাতেখড়ি কলকাতায়। এখনও নিয়ম করে নাচের চর্চা চালিয়ে যাচ্ছেন। চলচ্চিত্রে কাজ করতে এসে কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন কী না জানতে চাইলে এ তরুণতুর্কী বলেন, ‘এখানে কাজ করতে এসে যেটা সবচেয়ে বেশি বুঝতে পেরেছি সেটি হচ্ছে প্রতিযোগিতা। একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেই এগিয়ে যেতে হবে। পলিটিক্সও আছে। নতুনদের সুযোগ দিতে চায় না । অন্য দেশে নতুনদের প্রতিই সবার আগ্রহ। সেখানে নতুনরা যেমন সুযোগ পায় তেমনি টিকেও থাকে। এখানে কেউ কাউকে সহযোগিতা করতে চায় না। তবে আমি অনেকের সহযোগিতা পেয়েছি এবং পাচ্ছি।’

ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী শাবানা হচ্ছে ইমুর সবচেয়ে প্রিয় নায়িকা। অভিনয়ে তাকে সামনে রাখেন তিনি। চেষ্টা করছেন তার মতো একজন অভিনেত্রী হওয়ার। এ জন্যই হৃদয়ে বিশ্বাস নিয়ে এখন নিয়মিত ছুুটছেন স্বপ্ন বাস্তবায়নের পথে। ইমুর আশা একদিন এ স্বপ্ন তার হাতে ধরা দিবেই। কেবল কিছুদিন অপেক্ষা করতে হবে মাত্র।

পূর্ববর্তী নিবন্ধপদ্মার ভাঙ্গনে নদীগর্ভে বিলীন ৯০টি পরিবারের বাড়ি-ঘর
পরবর্তী নিবন্ধদশ দিন পর অবরোধমুক্ত হলো ত্রিপুরা