জামিনে মুক্তি পেলেন বিএনপির জয়নুল আবদিন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
নাশকতার মামলাসহ মোট আট মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।

জয়নুল আবদিন ফারুকের আইনজীবী তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোট আট মামলায় আদালত তাকে জামিন দেন। জামিননামা কারাগারে পাঠানোর পর তা যাচাই-বাছাই শেষে জয়নুল আবদিন ফারুককে বৃহস্পতিবার দুপুরের দিকে মুক্তি দেয়া হয়।

তিনি আরও জানান, জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে দায়ের করা আট মামলার মধ্যে হাইকোর্ট থেকে পাঁচটি এবং ঢাকা মহানগর আদালত থেকে তিন মামলায় জামিন দেয়া হয়।

গত ২ জুলাই পল্টন থানার ছয় মামলায় ঢাকা সিএমএম আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন ফারুক। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন চার মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপরদিকে দুই মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধতাহসান-মিথিলার বিচ্ছেদের সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধমায়ের জন্য ২০ বছর ধরে মৃত বোনের ছদ্মবেশে আছেন এই মানুষটি!