মোবাইল নিয়ে অশান্তি। তার জের ধরে সেনা অফিসারকে গুলি করে মারার অভিযোগ উঠল এক জওয়ানের বিরুদ্ধে। জম্মু কাশ্মীরের উরি সেক্টরের এই ঘটনায় মৃত্যু হয়েছে শিখর থাপা নামে ওই মেজরের। আক্রান্ত এবং হামলকারী উভয়েই রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ছিলেন। কেন এই ঘটনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে এ ঘটনার পর অভিযুক্ত জওয়ান পলাতক।
কর্তব্যরত অবস্থায় জওয়ানদের কেউ কেউ মোবাইল ব্যবহার করছেন। এমন অভিযোগ উঠেছিল জম্মু কাশ্মীরের স্পর্শকাতর এলাকা হিসাবে পরিচিত উরি সেক্টরে। তা খতিয়ে দেখতে সম্প্রতি ওই সেক্টরে আচমকা পরিদর্শনে যান ৭১ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের সেনা অফিসার শিখর থাপা। পদমর্যাদায় তিনি মেজরের মর্যাদা পান।
সূত্রের খবর, ওই সেনা অফিসার এক জওয়ানকে মোবাইল ব্যবহার করতে দেখে তা বাজেয়াপ্ত করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হন ওই জওয়ান।
অভিযোগ, আজ মঙ্গলবার সকালে জওয়ান যখন ফোনটি ফেরত পান তখন তা খারাপ অবস্থায় ছিল। এতে ক্ষোভ আরও বাড়ে। আচমকা নিজের এ কে ৪৭ থেকে মেজরকে লক্ষ করে দুবার গুলি করেন ওই জওয়ান। সেনা অফিসার শিখর থাপাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। এ ঘটনার পরপরই অভিযুক্ত জওয়ান গা ঢাকা দেন। শুধুমাত্র ফোনের জন্য এই ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।
সেনাবাহিনীতে উর্ধ্বতনের সঙ্গে জওয়ানদের গণ্ডগোল নতুন নয়। এর আগেও কখনও ছুটি নিয়ে অশান্তি, কখনও ডিউটি নিয়ে বচসা তীব্র আকার নিয়েছে।
সূত্র: সংবাদ প্রতিদিন