আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড -এ ব্রাঞ্চ ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

পপুলার২৪নিউজ ডেস্ক:

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘ব্রাঞ্চ ম্যানেজমেন্ট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১৬ জুলাই, ২০১৭ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। এ সময় ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফা এবং ফ্যাকাল্টি মেম্বার ও ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। কোর্সে ব্যাংকের নির্ধারিত শাখাসমূহের ব্যবস্থাপক এবং নির্বাচিত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন শরীয়াহ্ পরিপালনের মাধ্যমে ইসলামী অর্থনীতি সম্প্রসারণই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রধান উদ্দেশ্য। এ লক্ষ্যে শাখা সমূহে দক্ষ ব্যবস্থাপক প্রয়োজন। একজন ব্যবস্থাপকের দক্ষতাই ব্যাংকের সার্বিক সুনাম এবং সেবার মানকে উন্নত করতে পারে বলেও তিনি মন্তব্য করেন। তিনি ব্যাংকের আধুনিক ও আকর্ষণীয় সেবাসমূহ গ্রাহকের নিকট সহজে পৌঁছে দেয়ার লক্ষ্যে সকলকে সচেষ্ট হওয়ার নির্দেশ দেন এবং কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের উপদেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধপুষ্টিহীনতা দূর করতে বেশি করে ফলজ গাছ লাগাতে হবে : শিল্পমন্ত্রী
পরবর্তী নিবন্ধআল-জাজিরা বন্ধের দাবি থেকে সরে আসছে সৌদি জোট!