ক্ষতিপূরণ দিতে হচ্ছে অ্যাশলে ম্যাডিসনকে

 পপুলার২৪নিউজ ডেস্ক:

২০১৫ সালে এক হ্যাকিংয়ের ঘটনায় ডেটিং সাইট অ্যাশলে ম্যাডিসনের প্রায় ৩.৭ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে এক মামলার মীমাংসায় ১.১২ কোটি মার্কিন ডলার পরিশোধ করবে বলে শুক্রবার জানিয়েছে সাইটটি।

তথ্যফাঁসের মামলার মীমাংসা করতেই এই অর্থ পরিশোধ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এখন এ সাইট ব্যবহারকারী, যারা তথ্যফাঁসের শিকার হয়েছেন তারা সাড়ে তিন হাজার ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন।

এই প্রাথমিক ক্লাস-অ্যাকশন মীমাংসায় সম্মতি দিলেও, নিজেদের কোনো অন্যায়ের বিষয়ে অস্বীকৃতি প্রকাশ করেছে সাইটটির মূল প্রতিষ্ঠান রুবি। তবে, এই মীমাংসার জন্য এখনও একজন ফেডারেল বিচারকের অনুমোদন প্রয়োজন।

অ্যাশলে ম্যাডিসন নিজেদেরকে মানুষকে বিশেষত পুরুষদেরকে সঙ্গীদের সঙ্গে প্রতারণায় সহায়তা করার মাধ্যম হিসেবে উপস্থাপন করে। এই সাইটের স্লোগান হচ্ছে- “জীবন ছোট। একটি সম্পর্ক গড়ুন। ”

এই লঙ্ঘনের ঘটনায় রুবি’র আয়ের এক চতুর্থাংশেরও বেশি ক্ষতি হয়েছে। সেই সঙ্গে এর ফলে কানাডার টরোন্টোভিত্তিক প্রতিষ্ঠানটি নিরাপত্তা ও ব্যবহারকারীদের প্রাইভেসি রক্ষায় লাখ লাখ ডলার খরচে উৎসাহিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগরু হত্যায় ১৪ বছর মানুষ হত্যায় ২ বছর
পরবর্তী নিবন্ধ জাবি শিক্ষার্থীদের অনশন দ্বিতীয় দিনে