সরকারের উদ্যোগে মালয়েশিয়ায় অভিযান বন্ধ রয়েছে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বাংলাদেশ সরকারের উদ্যোগের কারণে মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ।

আজ রবিবার এক সেমিনারে তিনি বলেন, “তাদের দেওয়া সময় অনুযায়ী আগামী ডিসেম্বর পর্যন্ত অবৈধদের বৈধতার জন্য সময় রয়েছে। কিন্তু তারা হঠাৎ করেই অভিযান শুরু করেছে। এরপরই সরকারের পক্ষ থেকে তাদের জানানো হলে, তারা অভিযান বন্ধ করে। ”

এর আগে মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধ করার সময়সীমা শেষ হয় ৩০ জুন। এরপর ১ জুলাই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। প্রথম দিনের অভিযানেই ৫১৫ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের আটক করা হয়। এখন এ অভিযান সীমিত সময়ের জন্য বন্ধ রয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধবিএনপির দাবি ‘মামা বাড়ির আবদার’: নাসিম
পরবর্তী নিবন্ধযাদের নাম হয়, তাদের বদনামও হয়: নাসির