১১০ ঘণ্টা পর আলোর মুখ দেখল শিবগঞ্জ পৌরবাসী

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় প্রায় ১১০ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকার পর রোববার দুপুরে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

শিবগঞ্জ আবাসিক প্রকৌশলী আজমল হক বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, রোববার সকালে নতুন ৫-এম.ভি.এ. পাওয়ার ট্রান্সফর্মার স্থাপন করা হয়। পরে দুপুর পৌনে ১টায় বিদ্যুৎ লাইন চালু করা হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রকিবুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন জানান, সকালেই বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতো। কিন্তু শনিবার ঢাকা থেকে পাওয়ার ট্রান্সফর্মার বহনকারী ট্রাকটি শিবগঞ্জ বিদ্যুৎ অফিসের সাবস্টেশনে প্রবেশ করতে সমস্য হয়।

উল্লেখ্য, গত বুধবার সকাল ৭টায় ট্রান্সফর্মার বিকল হয়ে গেলে শিবগঞ্জ পৌর এলাকাসহ দুর্লভপুর, মনাকষা, বিনোদপুর ইউনিয়নের (পিডিবির নিয়ন্ত্রিত এলাকার) প্রায় ১৪ হাজার গ্রাহক বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত হন।

গত ৪ দিন সংশ্লিট বিভাগের প্রকৌশলীরা বিকল হয়ে যাওয়া পাওয়ার ট্রান্সফর্মার মেরামত করতে ব্যর্থ হয়।

৩টি পাওয়ার ট্রান্সফর্মার দীর্ঘদিন থেকে ব্যবহৃত হয়ে আসছিল। একের পর এক বিকল হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থা সময়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

অবশেষে টানা ৪ দিন পৌরবাসী অন্ধকারে থাকার পর রোববার দুপুরে আলোর মুখ দেখলেন।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যসচিবসহ দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
পরবর্তী নিবন্ধমিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩