হলি আর্টিজানে জঙ্গি হামলার তদন্ত প্রতিবেদন ২৭ আগস্ট

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৭ আগস্ট করেছেন আদালত।

আজ রবিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। কিন্তু পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, গত বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। হামলার প্রাথমিক প্রতিরোধে প্রাণ হারান পুলিশের ঊর্ধ্বতন দুই সদস্যও।

পরদিন অপারেশন থান্ডার বোল্টে পাঁচ জঙ্গি নিহত হয়।

হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধমেহেরপুরে ৮০০ পিস ইয়াবাসহ গৃহবধূ আটক
পরবর্তী নিবন্ধদীপন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৬ আগস্ট