ফরাসি ফার্স্টলেডির ফিগার নিয়ে মন্তব্যে সমালোচিত ট্রাম্প

পপুলার২৪নিউজ ডেস্ক:
ফ্রান্স সফরে গিয়ে দেশটির ফার্স্ট লেডি ব্রিজিট মাখোঁর ফিগার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় তুলেছে।

গতকাল শুক্রবার টুইটার ও ফেসবুকে, বিশেষ করে নারীদের রোষানলে পড়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্য নারীর প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি কেমন, তা–ই প্রকাশ করেছে বলে মন্তব্য করেন অনেকে। কুশলবিনিময়ের সময় ব্রিজিটের হাত ট্রাম্প যেভাবে চেপে ধরেন, সেটা নিয়েও নানা তির্যক মন্তব্য আসে।

গত বৃহস্পতিবার ফ্রান্স সফরে যান ট্রাম্প। হোটেল ‘দে আভেলিদ’–এ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিট স্বাগত জানান ট্রাম্প-মেলানিয়াকে। এ সময় ট্রাম্প হঠাৎ ব্রিজিটের দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, ‘আপনি কি জানেন, আপনার শারীরিক গঠন খুবই সুন্দর?’ ব্রিজিট এর কোনো উত্তর দেননি। ট্রাম্প এবার মাখোঁর দিকে তাকিয়ে বলেন, ‘তাঁর (ব্রিজিট) শারীরিক গঠন অনেক সুন্দর।’ এরপর ট্রাম্প আবার ব্রিজিটের দিকে তাকিয়ে বলেন, ‘সুন্দর।’

ফরাসি প্রেসিডেন্টের ফেসবুক পাতায় ওই কথাবার্তার ভিডিওচিত্র পোস্ট করা হয়। আর এরপর নানা সমালোচনামূলক মন্তব্য আসতে থাকে। এমনকি টুইটার অনুসারীদেরও তা নজর এড়িয়ে যায়নি।

জেন সিয়েবেল নিউসম নামের একজন টুইটার ব্যবহারকারীর মন্তব্য করেন, ‘জনাব ট্রাম্প, আপনি নারীদেহ নিয়ে কী ভাবেন, সে–সংক্রান্ত অযাচিত মন্তব্য নারীরা শুনতে চায় না।’

অ্যালেক্স ব্রেগ এক টুইটে বলেন, ‘মানুষ হয়তো বলবে, ট্রাম্প শুধু তাঁর প্রশংসা করেছেন। তবে নারীর শরীর নিয়ে এমন মন্তব্য—জঘন্য বিষয়।’

রেবেকা ক্যারল নামের এক নারী টুইটে বলেন, ‘ট্রাম্প আসলে জানেনই না নারীর দিকে অন্য কীভাবে দৃষ্টি দেওয়া যায়।’
সূত্র: বিবিসি।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের আইএস প্রধান নিহত: পেন্টাগন
পরবর্তী নিবন্ধরাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া