পপুলার২৪নিউজ ডেস্ক :
পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বৃহস্পতিবার জানায়, দেশটির কোকোপো শহরের ১১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে জনবিরল নিউ আয়ারল্যান্ড অঞ্চলের ভূ-পৃষ্ঠের ৪৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানা গেছে।
এ ব্যাপারে হাওয়াই ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়, এতে বড় ধরনের সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।
পাশাপাশি অস্ট্রেলিয়ার ভূ-বিজ্ঞান সংস্থা জানিয়েছে, এতে কোনো ক্ষতি হলেও তা হবে কেবলমাত্র ৪৯ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে।