পপুলার২৪নিউজ : আবারো সক্রিয় হচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন জোটের বাইরে থাকা বিকল্প রাজনৈতিক জোটের উদ্যোক্তারা। নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে বর্ষীয়ান এ নেতারা তৃতীয় একটি মোর্চা গঠনের উদ্যোগ নিতে যাচ্ছেন বলে আভাস পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় এ সংক্রান্ত আলোচনার জন্য চায়ের দাওয়াত দেয়া হয়েছে।
এ বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন, ‘আ স ম আব্দুর রব সাহেবের বাসায় চায়ের দাওয়াতের আমন্ত্রণ পেয়েছি। সেখানো যাবো। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে , আজকে আ স ম আব্দুর রবের বাসায় চায়ের আমন্ত্রণে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, গণ ফোরাম সভাপতি ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ একাংশের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণতান্ত্রিক বামমোর্চার শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
এছাড়া উপস্থিত থাকবেন জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) মান্নান প্রমুখ।