ময়মনসিংহে ৬ দফা দাবিতে আইনজীবীদের মানববন্ধন

পপুলার২৪নিউজ ডেস্ক :

ময়মনসিংহে ৬ দফা দাবিতে আইনজীবীদের মানববন্ধন
নবনির্মিত ময়মনসিংহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে কাচারী সড়কে চলন্ত সিঁড়ি যুক্ত আধুনিক ফুট ওভার ব্রীজ নির্মাণসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি ময়মনসিংহ জেলা শাখা। আজ সকালে নবনির্মিত ভবনের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা আইনজীবীসহ সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য চলন্ত সিঁড়ি, ফুট ওভারব্রিজ, ফুটপাথ থেকে বাগান অপসারণ, স্পীড ব্রেকার স্থাপন, আইনজীবী এবং বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ব্যবস্থা করাসহ ৬ দফা দাবি জানানো হয়। এ সময় গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এ এইচ এম খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম চুন্নু, সহ-সভাপতি অ্যাড. এমদাদুল হক মিল্লাত, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শিব্বির আহমেদ লিটন, সাবেক সভাপতি অ্যাড. গিয়াস উদ্দিন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. এ এইচ হাবিব খান এবং অশোক কুমার ঘোষসহ প্রমুখ। নবনির্মিত ময়মনসিংহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনটি আজ উদ্ধোধন করবেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক।

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের প্রলোভনে নারী ধর্ষণ
পরবর্তী নিবন্ধসাভারে দুই তরুণী ধর্ষণ, প্রধান আসামি দুই দিনের রিমান্ডে