পপুলার২৪নিউজ ডেস্ক :
নবনির্মিত ময়মনসিংহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে কাচারী সড়কে চলন্ত সিঁড়ি যুক্ত আধুনিক ফুট ওভার ব্রীজ নির্মাণসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি ময়মনসিংহ জেলা শাখা। আজ সকালে নবনির্মিত ভবনের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা আইনজীবীসহ সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য চলন্ত সিঁড়ি, ফুট ওভারব্রিজ, ফুটপাথ থেকে বাগান অপসারণ, স্পীড ব্রেকার স্থাপন, আইনজীবী এবং বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ব্যবস্থা করাসহ ৬ দফা দাবি জানানো হয়। এ সময় গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এ এইচ এম খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম চুন্নু, সহ-সভাপতি অ্যাড. এমদাদুল হক মিল্লাত, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শিব্বির আহমেদ লিটন, সাবেক সভাপতি অ্যাড. গিয়াস উদ্দিন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. এ এইচ হাবিব খান এবং অশোক কুমার ঘোষসহ প্রমুখ। নবনির্মিত ময়মনসিংহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনটি আজ উদ্ধোধন করবেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক।