তথ্য প্রযুক্তি আইনের অপব্যবহার নিয়ে ৫৭ ধারার অনুচ্ছেদ বাতিল হবে কি হবে না এ ব্যাপারে আগামী আগস্টের প্রথম সপ্তাহেই চুড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার দুপুরে বাংলাদেশ লোক ও প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ভূমি রেজিস্টার অফিসারদের দুই মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
ষোড়শ সংশোধনী নিয়ে সংসদ সদস্যরা আইন ভঙ্গ করেছেন সুশীল সমাজের এমন বক্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, তাদের এই ধারণা সঠিক নয়। কারণ দেশের ভালো-মন্দ নিয়ে আলাপ আলোচনা করার অধিকার ও স্বাধীনতা সংসদে প্রত্যেক সংসদ সদস্যেরই রয়েছে। রুলস অব প্রসিডিউর পড়লে বোঝা যাবে, সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে আলাপ আলোচনা করার অধিকার ও সুযোগ সংসদ সদস্যদের আছে। আর সেই অনুসারেই সংসদ সদস্যরা আলাপ আলোচনা করেছেন এবং তা সুষ্ঠুই করেছেন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএটিসি’র রেক্টর ড. আসলাম আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ সেকেন্দার মো. জহুরুল হক ও ভূমি রেজিস্ট্রেশন অফিসের ইন্সপেক্টর জেনারেল খান মো. আব্দুল মান্নান। এছাড়া স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান ছাড়াও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।