যৌতুক না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

দুই লক্ষ টাকা যৌতুন না দেওয়ায় সুবর্ণচর উপজেলার চর আমান উল্ল্যা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে মনোয়ারা বেগম মুন্নি (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও নির্যাতন করে হত্যা করার অভিযোগ রয়েছে স্বামী মো. আলী সবুজ ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বড় ভাই আবুল কালাম জাহাঙ্গীর বাদী হয়ে বোনের নির্যাতন ও হত্যার বিচার দাবি করে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিহতের স্বামী মো. আলী সবুজ ও তার পিতা আবুল খায়েরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

আদালতের নির্দেশে আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্টেট শাহরীন ফেরদৌসী নেতৃত্বে এক দল পুলিশ পূর্ব চর বাটার ইসমালিয়া মাদ্রাসার পাশের কবর থেকে নিহতের লাশ কবর থেকে উত্তোলন করে। পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) নোয়াখালী এর সহযোগীতায় এ লাশ উত্তোলন করা হয়। নির্বাহী ম্যাজিষ্টেট শাহরীন ফেরদৌসী জানান যৌতুকের জন্য নির্যাতনের পর গৃহবধুকে হত্যার অভিযোগে নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা হয়। আদালতের নির্দেশে আমরা এ লাশ উত্তোলন করি। এ পূর্ব চরবাটা ইউনিয়নের চেয়্যারম্যান  আবুল বাশার মঞ্জু ও স্থানীয় ওমর ফারুক বিপ্লব সহ শত শত লোক উপস্থিত ছিলেন। এবং তারা এ হত্যার বিচার দাবি করেন।
এ ব্যাপারে নিহতের বড় ভাই মামলার বাদী আবুল কালাম জাহাঙ্গীর জানান ২৩শে মে সন্ধায় তার বোনকে ২ লক্ষ টাকা যৌতুক এর জন্য নির্যাতন ও পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে তাকে অসুস্থ বলে ঢাকায় নিয়ে যায় চিকিৎসার কথা বলে, পরবর্তীতে ৩০শে মে লাশ বাড়িতে এনে রাতে কাউকে কিছু না জানিয়ে দাপন করে। পরে আমি আদালতে মামলা করি।

পূর্ববর্তী নিবন্ধদলিলের জাল জাবেদা নকলে নামজারী করে আত্মসাতের চেষ্টা : আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ
পরবর্তী নিবন্ধচিকুনগুনিয়া ধরলে বুঝতেন, ডেপুটি স্পিকারকে ফিরোজ রশীদ