পপুলার২৪নিউজ ডেস্ক:
সম্প্রতি শেষ হয়েছে যৌথ প্রযোজনায় নির্মিত ‘ইয়াতির অভিযান’ ছবির শুটিং। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের উপন্যাস ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ অবলম্বনে নির্মিত এ ছবিটি পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জি।
সুইজারল্যান্ডের মনোরম লোকেশনে দৃশ্য ধারণের মধ্য দিয়ে ছবিটির শুটিংয়ের সমাপ্তি টানা হয়। এবার পোস্ট প্রডাকশন শেষে মুক্তির অপেক্ষা।
এরই মধ্যে মুক্তির জন্য প্রাথমিকভাবে দিনক্ষণও ঠিক করেছে বাংলাদেশি প্রযোজনা সংস্থা জাজ। আগামী দুর্গাপূজায় ছবিটি মুক্তি দেয়া হবে বলে তারা জানান।
ছবিতে ‘চিত্রাঙ্গদা বর্মা’ নামের একটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। এতে আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের নায়ক প্রসেনজিৎ ও বাংলাদেশের ফেরদৌস।
ছবিটি প্রসঙ্গে মিম বলেন, ‘এ ধরনের গল্পের ছবিতে এই প্রথম অভিনয় করলাম। প্রথমে বেশ ভয়ে ছিলাম। ছবিটিতে অভিনয় করতে গিয়ে অনেক কিছু শেখা হয়েছে। এর গল্পই দর্শক ধরে রাখার কারণ হবে বলে আমার বিশ্বাস।’
এদিকে মিম অভিনীত আরও দুটি ছবির কাজ সামান্য বাকি রয়েছে। ছবিগুলো হচ্ছে পাষাণ ও দাগ। দুটি ছবির বাকি থাকা কাজগুলো শিডিউল মোতাবেক শেষ করা হবে বলে জানিয়েছেন।