পপুলার২৪নিউজ প্রতিবেদক:
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আজ ১১ জুলাই রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক কৃষিবিদ বিষ্ণুপদ চৌধুরী উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পদোন্নতি লাভ করেছেন। তিনি ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি(বিআরসি) এর মাধ্যমে রূপালী ব্যাংকে ১৯৮৬ সালে সিনিয়র অফিসার হিসাবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ইতোপূর্বে তিনি সফলতার সহিত বিভিন্ন শাখা, অ ল প্রধান, বিভাগীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং কর্মকান্ডের পাশাপাশি তিনি সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভূক্ত শিল্পী। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন এবং পরবর্তীতে এমবিএ ডিগ্রী লাভ করেন। তিনি মাগুরা জেলার শালিখা থানার গোবরা গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ভারত, সুইডেন, ডেনমার্ক, জার্মানী, ইটালী, ভ্যাটিকানসিটিসহ বিভিন্নদেশে ভ্রমন ও ব্যাংকিং সেমিনারে অংশগ্রহন করেন।