এবার মানিকগঞ্জে কৃষকের বাড়িতে ১৯ গোখরা

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

এবার মানিকগঞ্জের এক কৃষকের বাড়িতে মিলল১৯টি গোখরা সাপের বাচ্চা।  মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সাটুরিয়া উপজেলার শ্রীমুখ ধানকোড়া গ্রামে আফাজ উদ্দিন নামে এক কৃষকের বাড়িতে এই ঘটনা ঘটে।

সাপের বাচ্চাগুলো মারতে সমর্থ হলেও বড় গোখরা সাপটিকে মারতে না পারায় ওই পরিবারটি বেশ আতঙ্কিত হয়ে পড়েছে।

কৃষক আফাজ উদ্দিন জানান, দুপুরে তার ছেলে রুবেলের ঘর থেকে ছোট একটি গোখরা সাপের বাচ্চা বের হতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় ওই সাপটিকে মারা হয়। এরপর ঘরের দক্ষিণ পাশে একটি ইঁদুরের গর্ত থেকে ১৫টি সাপের বাচ্চা বের করে মারা হয়। সোমবার বিকেলেও চারটি গোখরা সাপের বাচ্চা মারা হয় বাড়ির আঙ্গিনা থেকে।

উল্লেখ্য, এর আগে রাজশাহীর দুটি বাড়িতে গত সপ্তাহে পিটিয়ে মারা হয়েছে দেড় শতাধিক গোখরা সাপ। রাজশাহীর পর কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি বাড়ির রান্না ঘর থেকে ২৭টি গোখরা সাপ মারা হয়েছে। এবার মানিকগঞ্জের এক বাড়ি থেকেও ১৯ গোখরা সাপ মারা হলো।

পূর্ববর্তী নিবন্ধজামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি হওয়া লক্ষাধিক মানুষ পানিবন্দি
পরবর্তী নিবন্ধশাহজালাল বিমানবন্দর থেকে ফের অস্ত্র উদ্ধার